Mamata-র বাড়িতে যজ্ঞে অভিষেক, পুজো করলেন জগন্নাথ দ্বৈতাপতি

শুক্রবারের পুজোয় দেখা গেল বাড়ির কনফারেন্স হলে পুজো করাচ্ছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি

Updated By: Feb 26, 2021, 01:24 PM IST
Mamata-র বাড়িতে যজ্ঞে অভিষেক, পুজো করলেন জগন্নাথ দ্বৈতাপতি
পুজোয় অভিষেক

নিজস্ব প্রতিবেদন :  শুক্রবার বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission)। ঠিক তার আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে পুজোয় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো, মন্ত্রপাঠ, যজ্ঞ-একের পর এক করলেন নিয়ম মেনেই। অভিষেকের পাশে পুজোয় বসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও।
কালীঘাটের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে কালীভক্ত, শাক্ত। মমতার বাড়িতে কালীপুজোর অনুষ্ঠান খুব বড় করেও হয়। কিন্ত শুক্রবারের পুজোয় দেখা গেল বাড়ির কনফারেন্স হলে পুজো করাচ্ছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। তাঁর সামনেই মুখে মাস্ক পরে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : 'যে কোনও জায়গায় একা একা চলে যাব', প্রথমবার ই-স্কুটি চালিয়ে বললেন Mamata
রাজনৈতিক মহল মনে করছে, আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই হয়ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো (TMC)। তৃণমূল দলে অন্তত সেটাই রীতি। ভোট ঘোষণার দিন বা তার পরের দিন ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা। তার আগেই ধূমধাম করে পুজো রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

.