তৃণমূলের ২১ জুলাইয়ের সভা সফল করতে রাজ্যজুড়ে ক্যাম্প করছে পুলিস: সায়ন্তন
২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ স্মরণে সভা তৃণমূলের।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের একুশে জুলাইয়ের সভা ফ্লপ হবে। দেখবেন লোক নেই। শাসক দলকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর দাবি, সভা সফল করতে পুলিসকে রাস্তায় নামিয়ে দিয়েছে তৃণমূল।
বিজেপি নেতা সায়ন্তন বসুর বলেন,'একুশে জুলাইয়ের সভা সফল করতে রাজ্যজুড়ে তৃণমূলের চেয়ে বেশি ক্যাম্প করেছে পুলিস। এমনটা গত ৮ বছরে দেখা যায়নি। পুলিস কি তৃণমূলের স্বেচ্ছাসেবক? প্রশাসনের কাছে জানতে চাই আমরা'।
সায়ন্তন বসুর অভিযোগ, ২১ জুলাইযের সভার জন্য রাত তিনটের পর শহরে লরি ঢোকা নিষিদ্ধ করেছে পুলিস। ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভার দিনও এমনটা হয়নি। একুশে জুলাইকে সফল করার জন্য রাস্তায় নেমেছ পুলিস।
বর্ধিত বেতনের দাবিতে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে এদিন দেখা করেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি কটাক্ষ করেন, একুশে জুলাইয়ের সভা ফ্লপ হতে চলেছে। লোক আসবে না দেখে নেবেন।
২১ জুলাই আবার জেলায় জেলায় তৃণমূলের বাস আটকানোর পরিকল্পনা করেছে বিজেপি। তার ইঙ্গিত দিয়েছেন দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা। বলেন, 'সভায় পঞ্চায়েত, পুরসভার কাটমানিখোররাও আসবে। সাধারণ মানুষ বাস ঘিরে কাটমানি উশুল করবেন। তারপর বাস ছাড়বে'।
চলতি বছর একুশে জুলাই বেশ তাত্পর্যপূর্ণ। লোকসভা ভোটে ধাক্কার পর নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন দলনেত্রী। একইসঙ্গে ইভিএম নয়, ব্যালটে ভোটের দাবিতেও সোচ্চার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- "সময় দিন, দিলীপ ঘোষ মাইনে বাড়িয়ে দেবেন" প্রাথমিক শিক্ষকদের পরামর্শ পার্থর