অষ্টম দিনে শহরের ATM চালচিত্রের খুব একটা বদল হল না

একের পর এক সরকারি ঘোষণা। সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যাঙ্কের নানা পদক্ষেপ। তা সত্ত্বেও অষ্টম দিনে শহরের ATM চালচিত্রের খুব একটা বদল হল না। অধিকাংশ ATM-এর শাটার নামানো। যে কটা খোলা রয়েছে, তার সামনে লম্বা লাইন। স্বস্তির কথা একটাই, শুধু ১০০ টাকার নোট নয়, কয়েকটি এটিএম থেকে বেরোচ্ছে ২০০০ টাকার নোটও। কেন্দ্রের তরফে গতকালই জানানো হয়েছে, নোটের যোগান নিয়ে কোনও সমস্যা নেই। অযথা এনিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব। এই অবস্থায় মানুষ ধৈর্য ধরেই লাইনে দাঁড়াচ্ছেন। তাঁদের আশা কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Updated By: Nov 16, 2016, 12:05 PM IST
অষ্টম দিনে শহরের ATM চালচিত্রের খুব একটা বদল হল না

ওয়েব ডেস্ক: একের পর এক সরকারি ঘোষণা। সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যাঙ্কের নানা পদক্ষেপ। তা সত্ত্বেও অষ্টম দিনে শহরের ATM চালচিত্রের খুব একটা বদল হল না। অধিকাংশ ATM-এর শাটার নামানো। যে কটা খোলা রয়েছে, তার সামনে লম্বা লাইন। স্বস্তির কথা একটাই, শুধু ১০০ টাকার নোট নয়, কয়েকটি এটিএম থেকে বেরোচ্ছে ২০০০ টাকার নোটও। কেন্দ্রের তরফে গতকালই জানানো হয়েছে, নোটের যোগান নিয়ে কোনও সমস্যা নেই। অযথা এনিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব। এই অবস্থায় মানুষ ধৈর্য ধরেই লাইনে দাঁড়াচ্ছেন। তাঁদের আশা কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আরও পড়ুন ২০০০ টাকার নোটটিকে ভেজা কাপড় দিয়ে ঘষা হলে কী হবে জানেন? (ভিডিও)

আরও পড়ুন হোয়াটস অ্যাপে ভিডিও কলিং করার পদ্ধতিটা শিখে নিন

.