খুব সহজেই বাড়িতে বানান 'চাঙ্কি ভেজিটেবল পাস্তা'

ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। রোজ রোজ একই খাবার খেতে কি আর ভালো লাগে? মাঝে মাঝেই ইচ্ছে হয় নতুন কোনও খাবার খেতে। কিন্তু বাইরের খাবার খাওয়া আবার অনেকেই পছন্দ করেন না। তাহলে উপায়? বাইরের খাবার একই স্বাদে বাড়িতে কীভাবে বানানো সম্ভব?

Updated By: Sep 27, 2016, 12:03 PM IST
খুব সহজেই বাড়িতে বানান 'চাঙ্কি ভেজিটেবল পাস্তা'

ওয়েব ডেস্ক: ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। রোজ রোজ একই খাবার খেতে কি আর ভালো লাগে? মাঝে মাঝেই ইচ্ছে হয় নতুন কোনও খাবার খেতে। কিন্তু বাইরের খাবার খাওয়া আবার অনেকেই পছন্দ করেন না। তাহলে উপায়? বাইরের খাবার একই স্বাদে বাড়িতে কীভাবে বানানো সম্ভব?

আজকাল অনেকেই পাস্তা খেতে বেশ পছন্দ করেন। বাড়িতে হোক কিংবা দোকানে সুযোগ পেলেই বিভিন্ন রকমের পাস্তা চেখে দেখেন। তবে বাড়িতে পাস্তা বানানোটা বিশেষ কঠিন কোনও কাজ নয়। অনায়াসেই বানানো যেতে পারে। আপনি যদি পাস্তা খেতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য এই রেসিপিটা। দেখে দেখে শিখে নিন। আর বাড়িতে ট্রাই করুন। ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধের টিফিন, জমে যাবে।

.