কুইজের মাধ্যমে জেনে নিন আপনি মনোবিকারগ্রস্থ কিনা
আমাদের প্রত্যেকের মধ্যেই দুটো করে মানুষ বসবাস করে। একটা ভালো আর একটা খারাপ। কারও কারও মধ্যে ভালো মানুষটার প্রভাব বেশি থাকে। আবার কারও মধ্যে খারাপ মানুষটার প্রভাব বেশি থাকে। এই ভালো খারাপের প্রভাবের ফলেই আমাদের সবার চরিত্র আলাদা আলাদা হয়।
ওয়েব ডেস্ক: আমাদের প্রত্যেকের মধ্যেই দুটো করে মানুষ বসবাস করে। একটা ভালো আর একটা খারাপ। কারও কারও মধ্যে ভালো মানুষটার প্রভাব বেশি থাকে। আবার কারও মধ্যে খারাপ মানুষটার প্রভাব বেশি থাকে। এই ভালো খারাপের প্রভাবের ফলেই আমাদের সবার চরিত্র আলাদা আলাদা হয়।
আমরা সচেতন মনে একরকম থাকি, আবার আমাদের অবচেতন মন একরকমের থাকে। আপনি সচেতন এবং অবচেতন মনে কেমন? এটা কি জানেন আমাদের সকলের মধ্যেই অল্পবিস্তর মনোবিকারগ্রস্থ প্রবণতা রয়েছে। এটা থাকাই স্বাভাবিক। যেমন, বই খাতা বা জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলা, চিত্কার করা, সন্দেহ করা এরকম সবই মনোবিকারের লক্ষণ। আপনার মধ্যেও কি কোনওরকম মনোবিকারগ্রস্থ প্রবণতা রয়েছে কিনা কিংবা সেটা কতটা পরিমানে রয়েছে কীভাবে বুঝবেন? একটা ছোট্ট কুইজের মাধ্যমে জেনে নিন আপনার মধ্যে কতটা মনোবিকারগ্রস্থ প্রবণতা রয়েছে।