ফের ঝটকা, ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান
ওয়েব ডেস্ক : ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। শুক্রবার সকাল ৯টা নাগাদ কম্পন অনুভূত হয় আন্দামানের বেশ কিছু জায়গায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। তবে ওই কম্পনের জেরে আন্দামান নিকোবরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি ভূমিকম্পের জেরে হতাহতেরও কোনও খবর মেলেনি বলে জানা যাচ্ছে। তবে সাত সকালে কম্পনের জেরে আতঙ্ক ছড়ালে মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন।
আরও পড়ুন ডোক লা ইস্যুতে ভুটানের বয়ানে ফের ব্যাকফুটে চিন
গত ৬ অগাস্টও ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে আন্দামান নিকোবরের একাংশ। গত রবিবার আন্দামানের ওই কম্পনের মাত্রা ছিল ৪.৯। ওইদিনও কম্পনের জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের মার্চ মাসেও ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ ।
Earthquake measuring 5.0 on the richter scale hits Andaman Islands. No loss of life or property reported
— ANI (@ANI) August 11, 2017