close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান উত্তরকাশীতে! প্রাণে বাঁচতে ঘরছাড়া বাসিন্দারা

প্রচন্ড জলস্রোতের সেই ভয়ানক ভিডিয়ো প্রকাশ করল সংবাদ সংস্থা এএনআই। দেখুন সেই ভিডিয়ো...

Sudip Dey ANI | Updated: Aug 18, 2019, 02:03 PM IST
মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান উত্তরকাশীতে! প্রাণে বাঁচতে ঘরছাড়া বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন: মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। মেঘভাঙা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে হড়পা বানের পরিস্থিতি তৈরি হল টনস নদী সংলগ্ন অঞ্চলে। আরাকোট, মাকুড়ি ও টিকোচীতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। রবিবার সকালে আরাকোটে মেঘ ভেঙে বৃষ্টির ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় টনস নদীর জলের পরিমাণ। নদীর আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর কাজ চালাচ্ছে প্রশাসন। টনস নদীর প্রচন্ড জলস্রোতের ভিডিয়ো প্রকাশ করল সংবাদ সংস্থা এএনআই।

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার একে-৪৭ রাইফেল! পলাতক বিহারের অভিযুক্ত বিধায়ক

প্রবল বৃষ্টির ফলে আরাকোট, মাকুড়ি ও টিকোচী সংযোগকারী একমাত্র রাস্তাও জলের তলায় চলে গিয়েছে। এর ফলে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। বাড়ি ছেড়ে উঁচু জায়গায় বা জঙ্গলের দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন স্থানীয়রা। উদ্ধারকার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনির একটি দল। তিনটি গ্রামের বাসিন্দাদের দ্রুত অপেক্ষাকৃত উঁচু জায়গায় স্থানান্তরিত করার কাজ চলছে। তবে তিনটি গ্রামের সংযোগকারী প্রধান সড়কপথ ইতিমধ্যেই জলের তলায় চলে যাওয়ায় ব্যহত হচ্ছে উদ্ধারকাজ।