China-র সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত, সেটাই ঠিক করে উঠতে পারে না ভারত: শ্লেষ Rahul-র

ডেমচক ও লাদাখ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী।

Updated By: Jul 26, 2021, 02:17 PM IST
China-র সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত, সেটাই ঠিক করে উঠতে পারে না ভারত: শ্লেষ Rahul-র

নিজস্ব প্রতিবেদন: ভারত যেন চিনের সামনে কিংকর্তব্যবিমূঢ়। কী করবে, না করবে ঠিক বুঝে উঠতে পারে না। তাই নীতি নির্ধারণেও ফাঁক থেকে যায়। ভারতের চিন-নীতি প্রশ্নে কেন্দ্রকে তীব্র কটাক্ষ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। 

ডেমচকে (Demchok) চিনের (China) কার্যককলাপের সূত্রে সোমবার একটি টুইটে Rahul Gandhi নরেন্দ্র মোদীর সরকারের তীব্র সমালোচনা করলেন। তিনি বলেন, সরকার চিনকে চাপে রাখার ক্ষেত্রে কেমন যেন দিশাহীন। চিনের বিভিন্ন কার্যকলাপকে এখন ভারত যেভাবে উপেক্ষা করে নিস্পৃহ থাকছে ভবিষ্যতে তা দেশকে সঙ্কটে ফেলে দেবে। 

আরও পড়ুন:  Parliament Live: এবার BJP শাসিত রাজ্যে আন্দোলন, Pegasus ইস্য়ুতে আরও আক্রমণাত্ম TMC

প্রসঙ্গত, এর আগেও লাদাখ  (Ladakh) ও ভারত-চিন সীমান্তের কিছু কিছু জায়গায় চিনের কার্যকলাপ যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগও মোদী-সরকারের বিরুদ্ধে তুলেছিলেন রাহুল গান্ধী।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: জল্পনার অবসান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত Yediyurappa-র

.