লখনউ ক্লক টাওয়ারে সিএএ-র প্রতিবাদ, বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিয়ে গেল আদিত্যনাথের পুলিস

পুলিস জানিয়েছে, নিয়ম মেনেই কম্বল কেড়ে নেওয়া হয়েছে বিক্ষোভকারীদের

Updated By: Jan 19, 2020, 07:35 PM IST
লখনউ ক্লক টাওয়ারে সিএএ-র প্রতিবাদ,  বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিয়ে গেল আদিত্যনাথের পুলিস

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার থেকে লখনউয়ের ক্লক টাওয়ারে সিএএ-র বিরুদ্ধে ধরনায় বসেছেন বহু মানুষ। সেখান থেকে তাদের হঠাতে কড়া পদক্ষেপ নিল আদিত্যনাথের পুলিস।  রাতের অন্ধকারে  এসে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিয়ে গেল পুলিস। এমনটাই অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের তরফে।

আরও পড়ুন-বিছানায় ঘুমিয়ে স্বামী, এদিকে সেই ঘরেই উদ্ধার যৌনকর্মী স্ত্রীর ঝুলন্ত দেহ!

প্রবল ঠাণ্ডার হাত থেকে বাঁচতে বিক্ষোভকারীদের কম্বল ও খাবার পৌঁছে দিয়েছিল বিভিন্ন সংস্থা। তাদের খাবার ও কম্বল তুলে নিয়ে গিয়েছে পুলিস। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে কম্বল একসঙ্গে বেঁধে ধরনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছে পুলিস। তবে  ওই অভিযোগ উড়িয়ে দিলেও পুলিস জানিয়েছে, নিয়ম মেনেই কম্বল কেড়ে নেওয়া হয়েছে বিক্ষোভকারীদের।

এনিয়ে, লখনউ পুলিস জানিয়েছে, কিছু লোক দড়ি দিয়ে ঘিরে এলাকা ঘিরে রাখার চেষ্টা করেছিল। তা করতে দেওয়া হয়নি তাদের। কিছু সংস্থা ওই বিক্ষোভকারীদর কম্বল দান করেছিল। বিক্ষোভকারী না থাকায় তা সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ ছবি দেখে ফেলেছিল স্বামী, আর তারপরই মর্মান্তিক পরিণতি!

এদিকে, শনিবার রাতে পুলিস ও র্যাপিড অ্যাকশন ফোর্স বিক্ষোভকারীদের তুলে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সেই জায়গা থেকে সরেননি। এদিন ভোর চারটেতেও স্লোগান শোনা গিয়েছে বিক্ষোভকারীদের।

.