এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিসের বিরুদ্ধে। তাই দেহ উদ্ধারেরও ২ দিন পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসঙ্গেই নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিল। সেখান থেকেই আলাপ। তারপর সম্পর্ক। কিন্তু পরিবারের আপত্তি সেই সম্পর্ক আর বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে পারেনি। আর সেই আক্রোশেই প্রাক্তন প্রেমিকাকে ঘরে ডেকে ধর্ষণ ও তারপর গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠল এক পুলিস কনস্টেবলের বিরুদ্ধে।
অভিযুক্ত পুলিস কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত কনস্টেবলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় বছর ২৫-এর ওই তরুণীর দেহ। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরাতে। ধৃত পুলিস কনস্টেবলের নাম রাঘবেন্দ্র সিং। আদতে ঝাঁসির বাসিন্দা রাঘবেন্দ্র কর্মসূত্রে আগরার বেলানগঞ্জ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। ওদিকে নির্যাতিতা তরুণী গুরগাঁওয়ের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের নার্স হিসাবে কর্মরতা ছিলেন। ঝাঁসিতেই আলাপ হয় দুজনের। ঝাঁসিতে দুজনে একসঙ্গে নার্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছিলেন। এমনটাই জানিয়েছে মৃতার পরিবার।
আরও পড়ুন, UP Shocker: প্রেমিকের সঙ্গে সাক্ষাত, মেয়েকে নৃশংস খুন জন্মদাতা বাবার
কিন্তু দুজনের মধ্যে সেই সম্পর্ক মানেনি রাঘবেন্দ্রর পরিবার। ফলে পরিবারের অসম্মতিতে তাঁদের বিয়েও হয়নি। কিন্তু তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। জানা গিয়েছে, ঘটনার আগের দিন ওই তরুণী রাঘবেন্দ্রর ঘরে গিয়েছিল। আর সেদিন রাঘবেন্দ্র ডিউটিতে গেলেও তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। অভিযোগ, তারপরই সে ভাড়া বাড়িতে ওই তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করে ওই তরুণীকে। এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিসের বিরুদ্ধে। তাই দেহ উদ্ধারেরও ২ দিন পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ময়নাতদন্তে ধর্ষণ ও গলায় ফাঁসের প্রমাণ মিলেছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন, UP Shocker: ভয়ংকর! নিজের বিয়ের জন্য কাছের বান্ধবীকেই পুড়িয়ে মারলেন তরুণী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
IND
(12 ov) 49/1 (113 ov) 471
|
VS |
ENG
465(100.4 ov)
|
Full Scorecard → |
VAN-W
|
VS |
SAM-W
|
Vanuatu Women beat Samoa Women by 9 runs | ||
Full Scorecard → |
SAM-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Samoa Women by 4 wickets | ||
Full Scorecard → |
VAN-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Vanuatu Women by 35 runs | ||
Full Scorecard → |