বার্সার ত্রিফলা বনাম বায়ার্নের তিকিতাকা, ন্যু ক্যাম্পে আজ লড়াই গুরু শিষ্যের

গুয়ার্দিওলা বনাম এনরিকে। মেসি বনাম মুলার। সুয়ারেজ বনাম সোয়াইনস্টাইগার। বুধবার রাতে বছরের সেরা ম্যাচে ঐতিহাসিক ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লিগে মুখোমুখি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। ফুটবল বিশ্বের মতে বার্সা-বায়ার্ন দ্বৈরথই এবারের চ্যাম্পিয়ন্স লিগের অঘোষিত ফাইনাল। ক্যাটালিয়ান্স ছাড়ার পর প্রথমবার প্রতিপক্ষের কোচ হিসেবে ন্যু ক্যাম্পে পা রাখছেন গুয়ার্দিওলা। আবেগ দুরে সরিয়ে মর্যাদার ম্যাচে জিততে মরিয়া বিশ্বের অন্যতম সেরা কোচ। গুয়ার্দিওলা জমানায় খেলার স্টাইল বদলে ফেলেছেন জার্মান জায়েন্টসরা। গোলের সুনামিতে প্রতিপক্ষদের ভাসিয়ে দিয়েছেন মুলাররা। মেগা লড়াইয়ের আগে কিছুটা চাপে বায়ার্ন। চোটের জন্য মাঠের বাইরে আর্জেন রবেন সহ বেশ কয়েকজন তারকা। ন্যু ক্যাম্পে বার্সার ক্রিফলা আক্রমণ থামানোই বড় চ্যালেঞ্জ দান্তে, বোয়েতাংদের সামনে। অন্যদিকে শেষ ২৮টি ম্যাচের মধ্যে ২৬টিতে জিতে সেমিফাইনালে নামছে এনরিকে ব্রিগেড। বার্সেলোনার বড় শক্তি মেসি, সুয়ারেজ ও নেইমারের দুরন্ত ফর্ম ও বৈচিত্র। ৩ তারকার মেজাজ বায়ার্ন শিবিরের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। ঘরের মাঠে দ্বৈরথ জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলতে চাইছে বার্সেলোনা। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে পাসিং ফুটবলের ঝড় তুলে গোল করতে মরিয়া পেপের বায়ার্ন। বার্সায় থাকাকালীন গুয়ার্দিওলার তিকিতাকা ফুটবল সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। বায়ার্নেও সেই স্টাইলে খেলে ফুল ফুটিয়েছেন মুলাররা। ২ স্টাইলের  ফুটবলে  এবার  একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই শুরু।

Updated By: May 6, 2015, 05:01 PM IST
বার্সার ত্রিফলা বনাম বায়ার্নের তিকিতাকা, ন্যু ক্যাম্পে আজ লড়াই গুরু শিষ্যের

ওয়েব ডেস্ক: গুয়ার্দিওলা বনাম এনরিকে। মেসি বনাম মুলার। সুয়ারেজ বনাম সোয়াইনস্টাইগার। বুধবার রাতে বছরের সেরা ম্যাচে ঐতিহাসিক ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লিগে মুখোমুখি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। ফুটবল বিশ্বের মতে বার্সা-বায়ার্ন দ্বৈরথই এবারের চ্যাম্পিয়ন্স লিগের অঘোষিত ফাইনাল। ক্যাটালিয়ান্স ছাড়ার পর প্রথমবার প্রতিপক্ষের কোচ হিসেবে ন্যু ক্যাম্পে পা রাখছেন গুয়ার্দিওলা। আবেগ দুরে সরিয়ে মর্যাদার ম্যাচে জিততে মরিয়া বিশ্বের অন্যতম সেরা কোচ। গুয়ার্দিওলা জমানায় খেলার স্টাইল বদলে ফেলেছেন জার্মান জায়েন্টসরা। গোলের সুনামিতে প্রতিপক্ষদের ভাসিয়ে দিয়েছেন মুলাররা। মেগা লড়াইয়ের আগে কিছুটা চাপে বায়ার্ন। চোটের জন্য মাঠের বাইরে আর্জেন রবেন সহ বেশ কয়েকজন তারকা। ন্যু ক্যাম্পে বার্সার ক্রিফলা আক্রমণ থামানোই বড় চ্যালেঞ্জ দান্তে, বোয়েতাংদের সামনে। অন্যদিকে শেষ ২৮টি ম্যাচের মধ্যে ২৬টিতে জিতে সেমিফাইনালে নামছে এনরিকে ব্রিগেড। বার্সেলোনার বড় শক্তি মেসি, সুয়ারেজ ও নেইমারের দুরন্ত ফর্ম ও বৈচিত্র। ৩ তারকার মেজাজ বায়ার্ন শিবিরের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। ঘরের মাঠে দ্বৈরথ জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলতে চাইছে বার্সেলোনা। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে পাসিং ফুটবলের ঝড় তুলে গোল করতে মরিয়া পেপের বায়ার্ন। বার্সায় থাকাকালীন গুয়ার্দিওলার তিকিতাকা ফুটবল সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। বায়ার্নেও সেই স্টাইলে খেলে ফুল ফুটিয়েছেন মুলাররা। ২ স্টাইলের  ফুটবলে  এবার  একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই শুরু।

ফুটবলের চানক্য বনাম আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের টক্কর দেখার জন্য ন্যু ক্যাম্প ভরাবেন দর্শকরা। গুয়ার্দিওলা জমানায় ৪ বছরে ১৪টি ট্রফি জিতেছিল বার্সা। পেপের তিকিতাকা স্টাইলে সবচেয়ে বেশি সফল হয়েছিলেন ফুটবলের যুবরাজ। সময় পেরিয়ে এবার মেসিকে থামানোর চ্যালেঞ্জ বিশ্বের অন্যতম সেরা কোচের। দ্বৈরথের আগে অবশ্য পুরনো ছাত্রকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পেপ। যুদ্ধের আগে বলেছেন কোনও ডিফেন্সের পক্ষেই মেসিকে থামানো সম্ভব নয়। সেমির লড়াইয়ের আগে ধুরন্ধর গুয়ার্দিওলার এটা মাইন্ড গেম কিনা সে প্রশ্ন উঠছে। উল্টো দিকে পুরনো স্যারের কৃতিত্বকে মেনে নিয়েও বাড়তি গুরুত্ব দিচ্ছেন না মেসি। গুয়ার্দিওলাকে রিংয়ের বাইরে পাঠিয়ে শেষ হাসি হাসতে চান বার্সার সেরা তারকা।

.