IPL 2020: আজ আবু ধাবিতে স্মিথ বনাম রোহিতের লড়াই; মুম্বইকে হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান

আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মুম্বই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে রাজস্থান।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 6, 2020, 01:17 PM IST
 IPL 2020: আজ আবু ধাবিতে স্মিথ বনাম রোহিতের লড়াই; মুম্বইকে হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস। আমনে সামনে রোহিত শর্মা-স্টিভ স্মিথ। জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া মুম্বই। অন্যদিকে প্রতিপক্ষ রাজস্থান জয়ে ফিরতে মরিয়া। তাই হাড্ডাহাড্ডি আর একটা লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এখন পর্যন্ত আইপিএলে ৫টি ম্যাচ খেলে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানস। অন্যদিকে চারটি ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মুম্বই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে রাজস্থান। মুম্বই যেমন জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তেমনই রাজস্থান জয়ের ছন্দে ফিরতে চাইবে।

 

রোহিত শর্মা, কুইন্টন ডি'কক, হার্দিক পাণ্ডিয়া, ইশান কিষাণ, কায়রন পোলার্ডের পাশাপাশি জশপ্রীত বুমরাহ, প্যাটিনসন, ট্রেন্ট বোল্টরা মুম্বইকে ভরসা দিচ্ছে। তবে স্পিন বোলিং নিয়ে চিন্তা থাকছে ক্যাপ্টেন রোহলিত শর্মার।

অন্যদিকে স্টিভ স্মিথ, জোস বাটলার, সঞ্জু স্যামসন, রাহুল তেওয়াটিয়ার পাশাপাশি জোফ্রা আর্চাররা রাজস্থানের বড় শক্তি। তেমনই বোলিংয়ের দুর্বলতা সেভাবে ঢাকা যাচ্ছে না। বিশেষ করে ডেথ ওভার বোলিং।

আরও পড়ুন - IPL 2020: 'মানকাডিং' নিয়ে বিতর্ক নয়, এবার সতর্ক! পন্টিংয়ের কথা রাখলেন অশ্বিন  

.