IPL 2021 Award Winners: দেখে নিন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

আইপিএল ট্রফি জয়ের জন্য চেন্নাইয়ের পকেটে ঢুকেছে ২০ কোটি টাকা।

Updated By: Oct 16, 2021, 12:24 PM IST
IPL 2021 Award Winners: দেখে নিন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

নিজস্ব প্রতিবেদন: আইপিএল ইতিহাসের (IPL 2021 Final) দীর্ঘতম মরসুমের অবশেষে সমাপ্তি। করোনা (COVID-19) আবহে প্রায় ৭ মাস ধরে চলল এবারের আইপিএল। শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এম এস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও অইন মর্গ্য়ানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

চেন্নাই ২৭ রানে কলকাতাকে হারিয়ে চতুর্থ বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়। ধোনি অ্যান্ড কোংয়ের ১৯২ রান তাড়া করতে নেমে কলকাতা শুরুটা দারুণ করেও শেষ রক্ষা করতে পারেনি। ধোনির বোলারদের সৌজন্যে কলকাতা ফিনিশিং লাইন টপকাতে পারেনি। আইপিএল ট্রফি জয়ের জন্য চেন্নাইয়ের পকেটে ঢুকেছে ২০ কোটি টাকা। রানার্স কেকেআর পেয়েছে সাড়ে ১২ কোটি টাকা। এই প্রতিবেদনে রইল চোদ্দতম আইপিএলে পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা। 

আরও পড়ুন: MS Dhoni's Future: 'এখনও ছেড়ে যাইনি'! ভবিষ্যত নিয়ে বড় মন্তব্য ধোনির

আইপিএল ২০২১ চ্যাম্পিয়ন (IPL 2021 Champions) – চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)

মরসুমের উঠতি প্লেয়ার (Emerging Player of the Season) – রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad, CSK)

মরসুমের পারফেক্ট ক্যাচ (Perfect Catch of the Season) – রবি বিশনোই (Ravi Bishnoi, PBKS)

মরসুমে যে খেলা বদলে দিয়েছেন (Game Changer of the Season)– হর্ষল প্যাটেল (Harshal Patel, RCB)

মরসুমের পাওয়ার প্লেয়ার (Power Player of the Season)– ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer, KKR)

বেগুনি টুপি (Purple cap)– হর্ষল প্যাটেল (Harshal Patel, RCB) ৩২ উইকেট

কমাল টুপি (Orange cap) – রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad, CSK), ৬৩৫ রান

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার (Most Valuable Player, MVP) – হর্ষল প্যাটেল (Harshal Patel, RCB)

মরসুমের সুপার স্ট্রাইকার (Super Striker of the Season)– শিমরন হেটমায়ার (Shimron Hetmyer, DC) স্ট্রাইকরেট ১৬৮

ফেয়ারপ্লে পুরস্কার – রাজস্থান রয়্যালস (Rajasthan Royals (RR) 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.