'অভিনন্দন দাদি'! বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে শুভেচ্ছা সচিনের
প্রশাসক সৌরভের ওপর আস্থা রাখছেন মাস্টার ব্লাস্টার।
নিজস্ব প্রতিবেদন: সৌরভ গাঙ্গুলির মুকুটে নতুন পালক। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের 'বস' তিনি এখন। একসময় তাঁর বাইশ গজের ওপেনিং পার্টনার সৌরভ এখন বোর্ড প্রেসিডেন্ট-স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকরও। একসময় সৌরভ ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে নয়া দিশা দিয়েছিলেন। সেই সৌরভ এবার প্রশাসকের ভূমিকায়। প্রশাসক সৌরভের ওপর আস্থা রাখছেন মাস্টার ব্লাস্টার।
নতুন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে টুইট করে শুভেচ্ছা জানিয়ে সচিন লিখেছেন,"BCCI প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন, দাদি। আমি নিশ্চিত তুমি পারবে। তুমি যে ভাবে ভারতীয় ক্রিকেটকে সাহায্য করে এসেছ, সে রকম ভাবেই করতে থাকবে। নতুন যে দল দায়িত্ব নিচ্ছে, তাদের শুভেচ্ছা রইল।"
Congrats on being elected the @BCCI President, Dadi.
I am sure you will continue to serve Indian Cricket like you always have!
Best wishes to the new team that will take charge. pic.twitter.com/ucGnOi0DRC— Sachin Tendulkar (@sachin_rt) October 15, 2019
প্রশাসক হিসেবে অগ্রাধিকার স্পষ্ট করে দিয়েছেন সৌরভ। প্রথম শ্রেণির ক্রিকেটে বদল আনতে বদ্ধপরিকর সৌরভ। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হয়, কিন্তু তরুণ ক্রিকেটাররাই দেশের ভবিষ্যত। তাই তৃণমূলস্তর থেকে বদল আনতে সচেষ্ট সৌরভ।
আরও পড়ুন - বিসিসিআইয়ে আমি ও জয় শাহ অভিজ্ঞ, বাকিরা তরুণ, শহরে ফিরে বললেন সৌরভ