ZIM vs IND: একদিনের সিরিজ খেলতে জিম্বাবোয়ে পা রাখল টিম ইন্ডিয়া

ZIM vs IND: আফ্রিকার এই দেশে ভারতীয় দলের পা রাখার ভিডিয়ো টুইট করেছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। সেখানে লেখা হয়েছে, 'তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে আমাদের দেশে চলে এল টিম ইন্ডিয়া।' বিপক্ষে বড় নাম নেই। অনেক বছর আগেই জিম্বাবোয়ে তাদের লড়াকু মনোভাব হারিয়েছে। এমন একটা দলের বিরুদ্ধে নিয়মরক্ষার সিরিজে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

Updated By: Aug 14, 2022, 12:26 PM IST
ZIM vs IND: একদিনের সিরিজ খেলতে জিম্বাবোয়ে পা রাখল টিম ইন্ডিয়া
ভাল কামব্যাকের অপেক্ষায় শিখর ধাওয়ান ও দীপক চাহার। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের পর এ বার লক্ষ্য জিম্বাবোয়ে (Zimbabwe) সিরিজ জয়। সেই টার্গেট নিয়ে আফ্রিকার এই দেশে পা রাখল টিম ইন্ডিয়া (Team India)। কেএল রাহুল (KL Rahul) ফিট হওয়ার পর তাঁর হাতেই ব্যাটন তুলে দেওয়া হয়েছে। যদিও গত ৩০ জুলাই এই সফরের দল ঘোষণার সময় এই জিম্বাবোয়ে সফরের নেতা ছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই সফরে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বিশ্রাম দিয়েছে বিসিসিআই (BCCI)। তাঁর পরিবর্তে হেড কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। আগামি ১৮ অগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২২ অগস্ট পর্যন্ত। সব ম্যাচ হারারে ক্রিকেট স্টেডিয়ামে খেলা আয়োজিত হবে। 

আফ্রিকার এই দেশে ভারতীয় দলের পা রাখার ভিডিয়ো টুইট করেছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। সেখানে লেখা হয়েছে, 'তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে আমাদের দেশে চলে এল টিম ইন্ডিয়া।' বিপক্ষে বড় নাম নেই। অনেক বছর আগেই জিম্বাবোয়ে তাদের লড়াকু মনোভাব হারিয়েছে। এমন একটা দলের বিরুদ্ধে নিয়মরক্ষার সিরিজে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Cheteshwar Pujara : শতরানের সময় কেমন শারীরিক অবস্থা ছিল? জানালেন পূজারা

আরও পড়ুন: IPL, Ross Taylor : শূন্যতে আউট হতেই চড় মেরেছিলেন রাজস্থান রয়্যালসের মালিক! বোমা ফাটালেন রস টেলর

ওয়াসিংটন সুন্দর (Wasington Sundar), কুলদীপ যাদব (Kuldeep Yadav), দীপক চাহার (Deepak Chahar) এই সিরিজে কামব্যাক করেছেন। যদিও আসন্ন সিরিজে ওয়াসিংটনের খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। কারণ ল্যাঙ্কাশায়ারের (Lancashire) কাউন্টি খেলার সময় বাঁ কাঁধে চোট পেয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। এ দিকে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শেষবার একদিনের সিরিজ খেলেছিলেন কেএল রাহুল। তাই এই কামব্যাকের সিরিজে তাঁর দিকে সবার চোখ থাকবে। 

জিম্বাবোয়ে সফরে ভারতের দল: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, ও দীপক চাহার 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

 

.