দক্ষিণ দিনাজপুরে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাল BSF, আহত হিলির ১ যুবক

বিএসএফের সঙ্গে বচসার খবর পেয়েই জড়ো হয় গ্রামবাসীরা। তারা বিএসএফের(BSF) বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু করে

Updated By: May 12, 2021, 04:26 PM IST
দক্ষিণ দিনাজপুরে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাল BSF, আহত হিলির ১ যুবক

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ দিনাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ল সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। এনিয়ে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ২০০০ জন: স্বাস্থ্যমন্ত্রী

আজ সকালে কিছু প্যাকেট নিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে হিলি(Hili Border) সীমান্তের ত্রিমোহিনী এলাকার নিচা গোবিন্দপুর গ্রামের আশরাফুল মোল্লা নামে এক যুবক। সেইসব প্যাকেট নিয়ে যেতে বাধা দেয় বিএসএফ। এনিয়েই বচসার শুরু।

আরও পড়ুন-অক্সিজেন সঙ্কট চরমে, সমস্যা মেটাতে সস্তার Oxygen Concentrator বানালেন দুর্গাপুরের অধ্যাপক  

এদিকে, বিএসএফের সঙ্গে বচসার খবর পেয়েই জড়ো হয় গ্রামবাসীরা। তারা বিএসএফের(BSF) বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু করে। এইসময় এলাকায় রুটিন ভিজিটে আসে বিএসএফের অন্য একটি দল। গ্রামবাসীরা তাদেরও ঘিরে ধরে। পরিরিস্থিতি সামাল দিতে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি চালায় বিএসএফ। তাতেই আহত হন আশরাফুল মোল্লা নামের ওই যুবক। এমনটাই অভিয়োগ আশরাফুলের ভাই ফারুকের। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে।

.