গান্ধীমূর্তিতে কালো চশমা পরিয়ে দেওয়ার অভিযোগ, তুমুল হইচই বর্ধমানের শালবাগানে

এলাকার লোকজন লেদুকেই তুলে গান্ধীজির মূর্তি থেকে চশমা খুলে আনেন। তারপর তাকে গান্ধীজির পা ধরে ক্ষমা চাইতে বলা হয়

Updated By: Jul 4, 2021, 12:06 AM IST
গান্ধীমূর্তিতে কালো চশমা পরিয়ে দেওয়ার অভিযোগ, তুমুল হইচই বর্ধমানের শালবাগানে

নিজস্ব প্রতিবেদন: গান্ধী মূর্তিতে কালো চশমা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মদ্যপের বিরুদ্ধে। শেষপর্যন্ত জনতার হাতে মার খেয়ে পুলিসের গাড়িতে উঠল ওই মাঝবয়সী ওই ব্যক্তি। শনিবার বর্ধমানের শালবাগান এলাকার ঘটনা।

আরও পড়ুন-সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে শেষ মেট্রোর সময়ও

বর্ধমান(Burdwan) শহরের শেষপ্রান্তে ১২ নম্বর ওয়ার্ডে রয়েছে গান্ধীজির(Gandhi Statue) একটি পূর্ণাবয়ব মূর্তি। শনিবার সকালে এলাকার মানুষজন লক্ষ্য করেন, গান্ধীমূর্তির চোখে কেউ একটা কালো চশমা পরিয়ে দিয়েছে। শুরু হয়ে যায় হইচই, খোঁজ খোঁজ। শেষপর্যন্ত খবর পাওয়া যায়, ওই কাণ্ড করেছে লেদু ওরফে বিনয় রায় নামে এক মাতাল। ধরে আনা হয় লেদুকে।

 

এলাকার লোকজন লেদুকেই তুলে গান্ধীজির মূর্তি থেকে চশমা খুলে আনেন। তারপর তাকে গান্ধীজির পা ধরে ক্ষমা চাইতে বলা হয়। সেটাই শেষপর্যন্ত করে লেদু। এলাকার বাসিন্দা অনন্ত পালের দাবি, লেদু গান্ধী মূর্তির মূল চশমা ভেঙে দিয়ে চিত্কার করছিল-গান্ধী আজ অন্ধ।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড়, টিকতেই পারলেন না অখিলেশ 

এতকিছুর মধ্যেও নেশার ঘোরেই ছিল লেদু। ওই কুকর্ম করে ধরাপড়ার পর সে অবশ্য বলে, এখানে সব সময় বসি। ওনাকে কাকু কাকু বলে ডাকি। এমনটা হবে বুঝিনি। ক্ষমা চেয়ে নিয়েছি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.