করোনা কেড়েছে কাছের মানুষকে, স্ত্রীর স্মরণে বিনে পয়সার হাট বসালেন শিলিগুড়ির গৌতম ঘোষ
শোকের সময়েও মানবিকতার নজির।
নিজস্ব প্রতিবেদন: করোনা কেড়ে নিয়েছে সবচেয়ে কাছের মানুষটি। অতিমারী পরিস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান না করে মানুষের পাশেই দাঁড়ালেন শিলিগুড়ির গৌতম ঘোষ। বিনে পয়সার বাজার বসিয়ে এক সপ্তাহের খাবার বিলি করলেন দুঃস্থদের।
করোনার হাতে মুক্তি মিলবে কবে! উত্তর জানা নেই কারও। তবে, আপাতত সংক্রমণের হার কিছুটা নিম্নগামী। কিন্তু ঘটনা হল, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন জারি রয়েছে অধিকাংশ রাজ্যেই। বিধিনিষেধের কড়াকড়ি চলছে এ রাজ্যে। পরিস্থিতি কার্যত লকডাউনের মতোই।
আরও পড়ুন: ভাটপাড়ায় বোমার হামলায় মৃত ১; TMC দিকে অভিযোগ অর্জুনের, অস্বীকার শাসক দলের
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকা বাসিন্দা গৌতম ঘোষ। দীর্ঘদিন ধরেই উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। স্ত্রী পাপিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন। শেষপর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। গৌতম ঘোষের কথায়, '৯ মে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমার স্ত্রী। এখন শ্রাদ্ধানুষ্ঠান করা যাবে না। এই অতিমারীর সময়ে বহু মানুষ কাজ হারিয়েছেন। তাঁদের কথা ভেবেই বিনে পয়সা হাজার বসিয়েছে'।
আরও পড়ুন: ফেসবুকে আলাপ, নরেন্দ্রপুরে বন্দুক দেখিয়ে রাস্তা থেকে গৃহবধূকে 'অপহরণ' প্রেমিকের
এদিন ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরেরই সিটুভিটা চা বাগান এলাকায় বসেছিল এই বিনে পয়সার বাজার। চাল, ডাল, তেল-সহ ১৫ রকমের নিত্যপ্রয়োজনী সামগ্রী। এক সপ্তাহের খাবার দেওয়া হল গরিব মানুষদের। সামাজিক দূরত্ব মেনে প্রয়োজন মতো সামগ্রী সংগ্রহ করলেন সকলে।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)