Governor CV Ananda Bose: 'গ্রাউন্ড জিরো গর্ভনর হতে চাই', কমিশনকে কড়া বার্তা রাজ্যপালের

পাহাড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক।  'আদালত যা নির্দেশ দিয়েছে, তা পালন করুন কমিশন। অশান্তি হলেই সরেজমিনে তদন্ত হবে', বললেন সিভি আনন্দ বোস।

Updated By: Jun 29, 2023, 06:49 PM IST
Governor CV Ananda Bose: 'গ্রাউন্ড জিরো গর্ভনর হতে চাই', কমিশনকে কড়া বার্তা রাজ্যপালের

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'গ্রাউন্ড জিরো গর্ভনর হতে চাই'। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি নিয়ে ফের সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে কড়া বার্তা, 'আদালত যা নির্দেশ দিয়েছে, তা পালন করুন কমিশন। অশান্তি হলেই সরেজমিনে তদন্ত হবে'।

পঞ্চায়েত ভোটে 'সক্রিয়' রাজ্যপাল। মনোনয়ন পর্বে অশান্তির পর, ভাঙড় ও ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। ২ দিনে সফরে এবার উত্তরবঙ্গে সিভি আনন্দ বোস। এদিন পাহাড়ের বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, 'অশান্তির আশঙ্কায় ভোটের পরেও  কেন্দ্রীয় বাহিনীর রাখার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অনেকেই মনোয়ন জমা দিতে পারেননি। আদালত যা নির্দেশ দিয়েছে, কমিশন তা পালন করুন কমিশন। এটা দেখা আমার দায়িত্ব। গ্রাউন্ড জিরো গর্ভনর হতে চাই'।

এদিকে হাইকোর্টের নির্দেশে রাজ্য়ে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন শুরু হয়ে গিয়েছে রুটমার্চও। পাহাড়ে কোথায় কত বাহিনী? বিকেলে পরিদর্শন করেন রাজ্যপাল। কালিম্পংয়ে বৈঠক করেন জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে। 

আরও পড়ুন:  WB Panchayat Election 2023: ভোটের মুখে সিপিএম প্রার্থীকে পদ্ম শিবিরে টেনে চমকে দিল বিজেপি!

এর আগে, উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। স্রেফ বিক্ষোভ নয়, বৈঠকের আগে সিভি আনন্দ বোসকে  কালো পতাকা দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উঠে গো-ব্য়াক স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, 'মুখ্য়মন্ত্রীকে না জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্যদের নিয়োগ করছেন রাজ্য়পাল'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.