কলকাতা হাইকোর্টে 'ধাক্কা' মালদহ বিজেপির, পদ ছাড়লেন জেলা পরিষদের সভাধিপতি

বিধানসভা নির্বাচনের আগে জেলা পরিষদের ১৫ জন সদস্যকে নিয়ে বিজেপিতে যোগ দেন গৌরচন্দ্র মন্ডল

Updated By: Jul 6, 2021, 06:52 PM IST
কলকাতা হাইকোর্টে 'ধাক্কা' মালদহ বিজেপির, পদ ছাড়লেন জেলা পরিষদের সভাধিপতি

নিজস্ব প্রতিবেদন: অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ধাক্কা। তারপরই মালদহ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে গৌরচন্দ্র মন্ডলকে সরে যাওয়ার নির্দেশ দিল বিজেপি। তৃণমূলের মালদহ জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণের দাবি, আস্থা ভোট নেওয়া হলে, জেলা পরিষদে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-ভোটাভুটিতে রাজ্য বিধানসভায় পাস বিধান পরিষদ গঠনের প্রস্তাব, তীব্র বিরোধিতা বিজেপির   

উল্লেখ্য, মালদহ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে গৌরচন্দ্র মন্ডলকে সরাতে অনাস্থা আনেন পরিষদের ২৩ সদস্য। সেই প্রস্তাবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান গৌরচন্দ্র মন্ডল। তাঁর দাবি ছিল, কোভিড পরিস্থিতিতে আস্থা ভোট করানো যায় না। এছাড়া অনাস্থা প্রস্তাবে কিছু ত্রুটি রয়েছে। মঙ্গলবার সেই দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিষয়টি ছাড়া হয়েছে প্রিজাইডিং অফিসারের উপরেই। ৮ জুলাই আস্থা বৈঠক হবে।

হাইকোর্টের ওই রায়ের পরই জেলা পরিষদের পদ ছাড়তে গৌরচন্দ্র মন্ডলকে নির্দেশ দেয় বিজেপি। তারপরই ওই পদে ইস্তফা দেন তিনি।

আরও পড়ুন-ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে, Mukul-র স্ত্রী বিয়োগে বাড়ি গিয়ে সমবেদনা Mamata-র 

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে জেলা পরিষদের ১৫ জন সদস্যকে নিয়ে বিজেপিতে যোগ দেন গৌরচন্দ্র মন্ডল। তাঁকে জেলা সভাপতির পদে বসিয়ে দেয় বিজেপি। গৌরচন্দ্র দল ছাড়ার ফলে ৩৭ সদস্যের মালদা জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১। এদিকে, বিধানসভা ভোটের তৃণমূল ছেড়ে যাওয়া অনেকেই ফিরতে ছাইছেন তৃণমূলে। ফলে গৌরচন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। সেই আদেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে যান গৌরচন্দ্র।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.