ভোটে সাহায্য করেছিলেন কংগ্রেস-বিজেপিকে, মালদহে বহিষ্কৃত TMC-র ৫ নেতা

দলীয় সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশে ওই ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

Updated By: May 18, 2021, 03:31 PM IST
ভোটে সাহায্য করেছিলেন কংগ্রেস-বিজেপিকে, মালদহে বহিষ্কৃত TMC-র ৫ নেতা
টিঙ্কু রহমান বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন: ভোট ফুরোতেই কড়া পদক্ষেপ নিল মালদহের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে বিরোধীদের হয়ে কাজ করেছিলেন এই অভিযোগ দলের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করল জেলা নেতৃত্ব।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল, আগেভাগে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিলের পথে CBI

জেলার যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন, কালিয়াচক(Kaliachak) ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, মালদহ জেলা পরিষদের বিদ্যুত্ কর্মাধক্ষ্য চম্পা মণ্ডল ও তাঁর স্বামী দ্বীজেন মণ্ডল এবং হামিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জুলেখা বিবি ও গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত প্রধান আমিরুল ইসলাম। অভিযোগ, এবার ভোটে এরা কংগ্রেস ও বিজেপির হয়ে কাজ করেছেন।

আরও পড়ুন-নারদা মামলায় স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি, হাইকোর্টে ৪ অভিযুক্ত 

মঙ্গলবার ওই পাঁচ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কালিয়াচক ২ নম্বর ব্লকের নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক হয়। জেলা নেতৃত্ব আগেই ওই ৫ নেতার ব্যাপারে রিপোর্ট দলে জমা দিয়েছিলেন। বৈঠকের পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশে ওই ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

.