সাতসকালে ভাটপাড়ায় শুটআউট, বাইকে করে এসে যুবককে গুলি

বাইকে করে এসে খুব কাছ থেকে ওই যুবককে দুষ্কৃতীরা গুলি করে।

Updated By: Jun 19, 2019, 10:34 AM IST
সাতসকালে ভাটপাড়ায় শুটআউট, বাইকে করে এসে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদন : ভাটপাড়ায় ফের শুটআউট। সাতসকালে ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন সুরজ মণ্ডল নামে এক যুবক। বয়স ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে,  ভাটপাড়া পৌরসভার বিপরীতে ভাটপাড়া ফাঁড়ি। সেই ফাঁড়ির পাশেই দাঁড়িয়েছিল সুরজ। সেইসময় বাইকে করে আসে দুষ্কৃতীরা। তারপর খুব কাছ থেকে ওই যুবককে দুষ্কৃতীরা গুলি করে। গুলি লাগে সুরজ মণ্ডল নামে ওই যুবকের পিঠে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন, সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিসকর্মী

ষুটআউটের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। হামলার পিছনে কারা, কে গুলি চালাল? কেন গুলি চালানো হল? সবদিক খতিয়ে দেখেই শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। এই ঘটনায় নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ায়।

.