ব্যবহারকারীর অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেস রিকগনিশন আনতে চলেছে ফেসবুক

Updated By: Sep 30, 2017, 03:29 PM IST
ব্যবহারকারীর অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেস রিকগনিশন আনতে চলেছে ফেসবুক

ওয়েব ডেস্ক:  পাসওয়ার্ড মনে রাখার ঝক্কি থেকে নিষ্কৃতি দিতে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নয়া পদক্ষেপ করতে চলেছে সংস্থা। পাসওয়ার্ডের বদলে এবার ফেস রেকগনিশন প্রযুক্তি নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে তারা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হ্যাকারদের দৌরাত্ম্যের মধ্যে পাসওয়ার্ড আর সুরক্ষিত নয়। তাই প্রতিদিন নতুন পদ্ধতির চেষ্টা চালাচ্ছেন প্রযুক্তিবিদরা। কেউ বায়োমেট্রিক আঙুলের ছাপকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কেউ আবার ব্যবহার করছে ফেস রেকগনিশন। সেই পথে হাঁটার পরিকল্পনা করছে ফেসবুকও।

নতুন প্রযুক্তি চালু হলেও পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প বরাবরের মতো চালু থাকবে বলে জানিয়ে সংস্থা। ২০১৮-র মার্চে চালু হতে পারে নতুন এই প্রযুক্তি।

আরও পড়ুন, আর ডাউনলোড করা যাবে না ফেসবুক প্রোফাইল পিকচার

.