‘কীসের জন্য পুরস্কার পেয়েছিলেন যেন!’, নোবেল বিজেতা সমাজকর্মীকে প্রশ্ন করে বসলেন ট্রাম্প

২০১৪ সালে নাদিয়া ও বেশ কয়েকজন মহিলা আইসিসের খপ্পর থেকে বেরিয়ে এসে গোটা বিশ্বকে জানান কীভাবে মহিলাদের ওপরে অত্যাচার করছে ওই জঙ্গি গোষ্ঠী

Updated By: Jul 18, 2019, 11:24 AM IST
‘কীসের জন্য পুরস্কার পেয়েছিলেন যেন!’, নোবেল বিজেতা সমাজকর্মীকে প্রশ্ন করে বসলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: বেফাঁস কিংবা ভুলভাল মন্তব্য করার ব্যাপারে জুড়ি নেই ডোনাল্ড ট্রাম্পের। এবার একেবারে নেবেল খেতাব প্রাপ্ত সমাজকর্মীর সামনেই নিজের অজ্ঞতা প্রকাশ করে দিলেন ট্রাম্প।

আরও পড়ুন-কুলভূষণ যাদবের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিকে মামলা লড়েছেন হরিশ সালভে

ইরাকের ইয়াজিদিদের জন্য সাহায্যে আবেদন করেছিলেন নোবেল পুরস্কারপ্রাপ্ত ইয়াজিদি সমাজকর্মী নাদিয়া মুরাদ। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি বোঝান কীভাবে আইসিস জঙ্গিরা ইয়াজিদিদের খুন করেছে ও মহিলাদের যৌন দাসী বিনিয়েছে। ২০১৪ সালে নাদিয়া ও বেশ কয়েকজন মহিলা আইসিসের খপ্পর থেকে বেরিয়ে এসে গোটা বিশ্বকে জানান কীভাবে মহিলাদের ওপরে অত্যাচার করছে ওই জঙ্গি গোষ্ঠী। এখন তিনি ইয়াজিদিদের জন্য অন্দোলন করেন আন্তর্জাতিক আঙিনায়।

আরও পড়ুন-প্রাণপ্রিয় ২ পোষ্য সারমেয়কে গুলি করে খুনের পর বাড়ির দোনলা বন্দুকে আত্মঘাতী মালিকও!

ট্রাম্পকে নাদিয়া বলেন, তাঁর মা ও ৬ ভাইকে খুন করেছে আইসিস। কমপক্ষে ৩০০০ হাজার ইয়াজিদি এখনও নিখোঁজ। এসব শুনে ট্রাম্পের পাল্টা প্রশ্ন, আপনি নোবেল প্রাইজ পেয়েছেন? খুব ভালো। কিন্তু কেন ওরা নোবেল দিয়েছে আপনাকে? ট্রাম্পের ওই কথা শুনে ফের নিজের কথা বলতে শুরু করেন নাদিয়া।

হোয়াইট হাউসের ওই সাক্ষাতকারে নাদিয়া ট্রাম্পকে বলেন, এটা কোনও বিশেষ একটা পরিবারের বিষয় নয়। গোটা ইয়াজিদি ধর্মালম্বীদের অস্তিত্বের প্রশ্ন। এসব শুনে ট্রাম্প প্রশ্ন করেন, আইসিস তো নেই। তাহলে কুর্দিশরা কিছু করছে? ওসব এলাকা আমি ভালো করে জানি।

.