বাদুড়িয়ার নার্সিং হোমে শিশু পাচার চক্রে নয়া তথ্য

বাদুড়িয়ার নার্সিং হোমে শিশু পাচার চক্রে নয়া তথ্য। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে ধৃত নাজমা বিবিই ছিল শিশু পাচার চক্রের মূল পাণ্ডা। দু থেকে তিন বছর ধরে ওই নার্সিং হোমে শিশু পাচারের কারবার চলছিল। পুত্র সন্তানের জন্য দু থেকে তিন লক্ষ টাকা ও কন্যা সন্তানের জন্য এক লক্ষ টাকা নেওয়া হত। ভীনরাজ্যে ও বিদেশে ইতিমধ্যেই বেশকিছু শিশু পাচার হয়েছে। ধৃতদের জেরা করে তাদের ঠিকানাও পেয়েছে পুলিস। বাদুড়িয়া থেকে সাত আট কিলোমিটার দূরেই  যদুরহাটি গ্রামে নাজমা বিবির ওষুধের ক্লিনিক থেকেই শিশু পাচারের প্ল্যানিং হত।স্থানীয় বাসিন্দারা নার্সিং হোমে মধুচক্র চালানোরও অভিযোগ তুলেছেন।

Updated By: Nov 22, 2016, 03:27 PM IST
বাদুড়িয়ার নার্সিং হোমে শিশু পাচার চক্রে নয়া তথ্য

ওয়েব ডেস্ক: বাদুড়িয়ার নার্সিং হোমে শিশু পাচার চক্রে নয়া তথ্য। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে ধৃত নাজমা বিবিই ছিল শিশু পাচার চক্রের মূল পাণ্ডা। দু থেকে তিন বছর ধরে ওই নার্সিং হোমে শিশু পাচারের কারবার চলছিল। পুত্র সন্তানের জন্য দু থেকে তিন লক্ষ টাকা ও কন্যা সন্তানের জন্য এক লক্ষ টাকা নেওয়া হত। ভীনরাজ্যে ও বিদেশে ইতিমধ্যেই বেশকিছু শিশু পাচার হয়েছে। ধৃতদের জেরা করে তাদের ঠিকানাও পেয়েছে পুলিস। বাদুড়িয়া থেকে সাত আট কিলোমিটার দূরেই  যদুরহাটি গ্রামে নাজমা বিবির ওষুধের ক্লিনিক থেকেই শিশু পাচারের প্ল্যানিং হত।স্থানীয় বাসিন্দারা নার্সিং হোমে মধুচক্র চালানোরও অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন লজ্জার মুকুট উঠল কলকাতা শহরের মাথায়!

গতকাল সন্ধেয় উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাগজোলা এলাকায় নার্সিং হোমে তল্লাসি চালিয়ে  বিস্কুটের পেটির মধ্যে দুই সদ্যোজাত শিশুকে উদ্ধার করে CID । শিশু পাচারের অভিযোগে নার্সিং হোমের মালিক রবিউল মণ্ডল, নজমা বিবি নামে এক মহিলা সহ মোট আট জনকে গ্রেফতার করে CID।

আরও পড়ুন  কুক কি এবার ভারতে, সর্বকালের সবথেকে বেশি রান করা বিদেশি ব্যাটসম্যান হবেন?

.