সুন্দরী মেয়েরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়!

সুন্দরী মেয়েদের দেখলেই সতর্ক হয়ে যান!

Updated By: Feb 2, 2019, 10:28 AM IST
সুন্দরী মেয়েরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়!

নিজস্ব প্রতিবেদন: টলিউড, বলিউড এমনকি হলিউডের সিনেমাতে সুন্দরী নায়িকাদের দেখে নায়কদের ‘দিল কি ধরকন’ বেড়ে যাওয়ার দৃশ্য আমরা অনেকবার দেখেছি। সিনেমার বাইরেও এ ঘটনা আখচার ঘটে। পথে-ঘাটে কোনও সুন্দরী মেয়েকে দেখে ছেলেদের মনের ভিতরটা হু হু করে ওঠে! স্পেনের একদল গবেষকের দাবি, সুন্দরী মেয়েদের দেখলে ছেলেদের শুধু মনেরই নয়, শরীরেও নানা উথাল পাথাল হয়। যার প্রভাবে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে!

স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছন, সুন্দরী মেয়েরা ছেলেদের সামনে এলে ছেলেরা খুব মানসিক চাপ অনুভব করে। এই নামসিক চাপ কখনও এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। ৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের ওপর দীর্ঘ ৯ বছরেরে গবেষণা চালানোর পর স্পেনের গবেষকরা এই সিদ্ধান্ত পৌঁছেছেন। তাঁদের দাবি, সুন্দরী মেয়েদের সান্নিধ্যে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই কোর্ট্রিসলের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয়, এর সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন: এই সব কারণে দূষিত হয় রক্ত, বাড়ে মৃত্যুর ঝুঁকি

সুতরাং, সুন্দরী মেয়েদের দেখলেই সতর্ক হয়ে যান। শরীর সুস্থ থাকলে এমন সুন্দরী দেখার সুযোগ আরও অনেক পাবেন!

.