গান্ধী জয়ন্তীতে পথ চলা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রো

  ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর চালু হচ্ছে ইস্টওয়েস্ট মেট্রোর ফার্স্ট ফেজ। আপাতত সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে ট্রেন। উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী। মেট্রোর টানেল ঘুরে দেখে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে।

Updated By: Mar 12, 2018, 06:42 PM IST
গান্ধী জয়ন্তীতে পথ চলা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রো

নিজস্ব প্রতিবেদন:  ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর চালু হচ্ছে ইস্টওয়েস্ট মেট্রোর ফার্স্ট ফেজ। আপাতত সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে ট্রেন। উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী। মেট্রোর টানেল ঘুরে দেখে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে।

আরও পড়ুন: ভর সন্ধ্যায় বাউন্সারদের হাতে চরম হেনস্থার শিকার ব্রততী!

ঘোষণা আগেই হয়েছিল। এবার নির্দিষ্ট হল দিনক্ষণ। ২অক্টোবর থেকেই চালু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর ফার্স্ট ফেজ। অর্থাত্‍ সোজা কথায় অক্টোবরের শুরু থেকেই সেক্টর ফাইভ থেকে মেট্রোয় চড়ে আপনি পৌছে যাবেন সল্টলেক স্টেডিয়াম। টানেলের কাজ সরেজমিনে খতিয়ে দেখে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রথম পর্যায়ে মোট ৬টি স্টেশনে চলাচল করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়ামের কাছে রেললাইনে ওয়াই লেন বানানো হয়েছে। ওয়াই  লেন দিয়ে ট্রেন আবার ঘুরে যাবে সেক্টর ফাইভের দিকে।

আরও পড়ুন: ‘মমতার সব ও জানে, আমার সঙ্গে যোগাযোগ করেন অনেকেই’, শোভন প্রসঙ্গে কোন ইঙ্গিত মুকুলের?

ইস্ট-ওয়েস্টই দেশের প্রথম মেট্রো,  ট্রেন চলার জন্য যেখানে আন্ডার ওয়াটার টানেল তৈরি হয়েছে। শুরু থেকেই প্রকল্পের দিকে কড়া নজর প্রধানমন্ত্রীর দফতরের। মেট্রো প্রকল্পের ব্যয়ভারও পুরোটাই বহন করেছে কেন্দ্র। তাই, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর হাত দিয়েই প্রকল্পের উদ্বোধন করাতে চান বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন: ঘড়ি নিয়ে ঢুকতে পারছে না পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ছড়াল অসন্তোষ

যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের।

প্রতীক্ষার আর সাত মাস। তারপরই চিংড়িহাটার জ্যাম এড়িয়ে চোখের নিমেশে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পৌছনো মিনিট খানেকের খেল।

.