মা ও প্রতিবন্ধী মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, হাসপাতালে মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: মা ও প্রতিবন্ধী মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা। রাতে হাসপাতালে মেয়ের মৃত্যু। মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা কাকা। চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পুর এলাকার ঘোষপাড়ায়। কে বা কারা, কী উদ্দেশে খুনের চেষ্টা করল তা নিয়ে এখনও ধন্দ চরমে।

আরও পড়ুন : সরছে নিম্নচাপ, কাঁটা বিহীন শীতের আগমন

জানা গিয়েছে, আগে পুলিস লাইনে থাকত এই পরিবার। তবে ঘোষপাড়ায় বাড়ি তৈরির পর মাসখানেক আগে এখানে চলে আসেন বছর সাইত্রিশের মিঠু খাতি এবং তাঁর মা। গতকাল সকালে বাড়ির কাজের লোক এসে দরজায় কড়া নাড়তেই দেখেন তা খোলা। ভিতরে মা-মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

আরও পড়ুন : দেনার দায়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী সরকারি চাকুরে স্বামী

English Title: 
Attempt to murder of a mother and her physically challenged daughter in malda
News Source: 
Home Title: 

মা ও প্রতিবন্ধী মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, হাসপাতালে মেয়ের মৃত্যু

মা ও প্রতিবন্ধী মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা, হাসপাতালে মেয়ের মৃত্যু
Yes
Is Blog?: 
No
Section: