সিকিমগামী দুটি পিক-আপ ভ্যান আটকে, সমস্ত পণ্য নামিয়ে দিল জনতা

সিকিমগামী দুটি পিক-আপ ভ্যান আটকে, সমস্ত পণ্য নামিয়ে দিল জনতা। গতরাতে মালবাজারের ওদলাবাড়িতে ঘটনাটি ঘটে। জানা গেছে রাত ১১টা নাগাদ ধুপগুড়ি বাজার থেকে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ও কাঁচা মাল নিয়ে গজলডোবা হয়ে সিকিম যাওয়ার চেষ্টা করছিল গাড়ি দুটি। অভিযোগ, ওদলাবাড়িতে পৌছনো মাত্রই স্থানীয়দের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি দুটি আটকান এবং ভিতরে থাকা প্রচুর পরিমাণে চাল, আটা, আলু, নুন, পেঁয়াজ, তেল, ডিম নামিয়ে দেন। তাঁদের দাবি, মোর্চার বনধ চলাকালীন সমতলের কোনও গাড়ি যখন পাহাড়ে যেতে পারছে না, তখন পাহাড়ের কোনও গাড়ি কেন সমতল থেকে খাবার নিয়ে পাহাড়ে যাবে? খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস।

Updated By: Jul 7, 2017, 09:10 AM IST
সিকিমগামী দুটি পিক-আপ ভ্যান আটকে, সমস্ত পণ্য নামিয়ে দিল জনতা

ওয়েব ডেস্ক: সিকিমগামী দুটি পিক-আপ ভ্যান আটকে, সমস্ত পণ্য নামিয়ে দিল জনতা। গতরাতে মালবাজারের ওদলাবাড়িতে ঘটনাটি ঘটে। জানা গেছে রাত ১১টা নাগাদ ধুপগুড়ি বাজার থেকে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ও কাঁচা মাল নিয়ে গজলডোবা হয়ে সিকিম যাওয়ার চেষ্টা করছিল গাড়ি দুটি। অভিযোগ, ওদলাবাড়িতে পৌছনো মাত্রই স্থানীয়দের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়ি দুটি আটকান এবং ভিতরে থাকা প্রচুর পরিমাণে চাল, আটা, আলু, নুন, পেঁয়াজ, তেল, ডিম নামিয়ে দেন। তাঁদের দাবি, মোর্চার বনধ চলাকালীন সমতলের কোনও গাড়ি যখন পাহাড়ে যেতে পারছে না, তখন পাহাড়ের কোনও গাড়ি কেন সমতল থেকে খাবার নিয়ে পাহাড়ে যাবে? খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস।

সনিকা সিং মৃত্যুকাণ্ডে গ্রেফতার অভিনেতা বিক্রম চ্যাটার্জি

ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে ৩-১ ফলে একদিনের সিরিজ জিতলেন কোহলিরা

.