সিবিআই হানার প্রতিবাদে জেলায় জেলায় রেল-রাস্তা অবরোধ, বিক্ষোভ তৃণমূল সমর্থকদের

ক্যানিং, তারকেশ্বরের পাশাপাশি এদিন দক্ষিণপূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় ডাঁসি স্টেশনে ট্রেন অবরোধ করেন তৃণমূল সমর্থকরা

Updated By: Feb 4, 2019, 11:11 AM IST
সিবিআই হানার প্রতিবাদে জেলায় জেলায় রেল-রাস্তা অবরোধ, বিক্ষোভ তৃণমূল সমর্থকদের

নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই রাজ্যেজুড়ে অবরোধ, বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। রেল ও সড়ক অবরোধ করা হল রাজ্যের বেশ কয়েকটি জায়গায়।

কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই অভিযানের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নামেন তৃণমূল সমর্থকরা। সকালে মধ্য হাওড়ায় সমবায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূল সমর্থকরা।

আরও পড়ুন-তদন্তে পুলিসের বাধার অভিযোগ, নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে সিবিআই

রবিবার রাত থেকেই ধর্মতলায় ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে সেই ধরনা মঞ্চে এসে পৌঁছে গিয়েছেন বহু তৃণমূল সমর্থক। একইভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে তারকেশ্বরে রেল অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। অফিস টাইমে বেশ কিছুক্ষণের জন্য নাকাল হন যাত্রীরা। বিক্ষোভকারী তৃণমূল সমর্থকরা লাইনে বসে পড়েন। নেতৃত্ব দেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। পাশাপাশি কলকাতা-আরামবাগ রাজ্য সড়কের চাপাডাঙ্গায় পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। পুলিস তাদের বুঝিয়ে রেল লাইন থেকে তুলে দেয়।

সিবিআই হানার প্রতিবাদে ক্যানিংয়ে পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। এদিন বেশ কিছুক্ষণ ক্যানিং বাসস্ট্যান্ড থেকে কোনও গাড়ি বের হতে পারেনি। বিক্ষোভকারীরা রেল অবরোধ করবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন-পশ্চিববঙ্গের বাস্তব পরিস্থিতি জানাতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি

ক্যানিং, তারকেশ্বরের পাশাপাশি এদিন দক্ষিণপূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় ডাঁসি স্টেশনে ট্রেন অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। একইসঙ্গে দুর্গাপুরের ফরিদপুর মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারী তৃণমূল সমর্থকরা। এখানে রাস্তার টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেন তৃণমূল সমর্থকরা। পাশাপাশি পোড়ানো হয় বিজেপির পতাকাও।

অন্যদিকে বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল সমর্ককরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। আজ বিকালে বাঁকুড়া শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তৃণমূল।

.