China's Balloon: 'পথ-ভোলা' বেলুনের জন্য চিন ক্ষমা চাইল, কিন্তু এ নিয়ে কী সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র?

China's Balloon: একেবারেই অনিচ্ছকৃত। এর পিছনে কোনও পূর্ব পরিকল্পনা নেই। স্রেফ হাওয়ার টানে উড়ে গিয়েছ মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে। চিন এ জন্য ক্ষমাও চেয়েছে। বিবৃতি দিয়ে চিন জানিয়েছে, ওটা বেলুন নয়, এয়ারশিপ।

Updated By: Feb 4, 2023, 12:24 PM IST
China's Balloon: 'পথ-ভোলা' বেলুনের জন্য চিন ক্ষমা চাইল, কিন্তু এ নিয়ে কী সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারেই অনিচ্ছকৃত। এর পিছনে কোনও পূর্ব পরিকল্পনা নেই। স্রেফ হাওয়ার টানে উড়ে গিয়েছ মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে। চিন এ জন্য ক্ষমাও চেয়েছে। বিবৃতি দিয়ে চিন জানিয়েছে, ওটা এয়ারশিপ এবং এটি তাদেরই। কোনওরকম নজরদারির জন্য এটি পাঠানো হয়নি। আবহাওয়া ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার জন্যই এটি ব্যবহার করা হয়। পশ্চিমি হাওয়ার দাপটে নিয়ন্ত্রণ হারিয়ে এয়ারশিপটি নিজের নির্দিষ্ট পথ থেকে সরে গিয়েছে এবং ভুলবশত আমেরিকায় এটি চলে যায়। এ নিয়ে চিন দুঃখিত।

আরও পড়ুন: মার্কিন পরমাণু অস্ত্র ঘাঁটিতে নজরদারি চিনা গুপ্তচর বেলুনের! বিস্ফোরক দাবি পেন্টাগনের

কিন্তু এতে চিঁড়ে ভেজেনি। বেলুন-কাণ্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চিন-সফর স্থগিত করল  মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, গত কয়েক বছরের মধ্যে চিনে যুক্তরাষ্ট্র-চিনের মধ্যে এটি প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক হতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতি এই বৈঠকের অনুকূলে নেই বলে সেই সফর বাতিল করা হল।

আরও পড়ুন: Highest Number of Executions: মাত্র ১ বছরে প্রায় দেড়শো মৃত্যুদণ্ড, শুধু মার্চেই ৮১! কোথায় ঘটল এমন কাণ্ড...

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দুদিনের সফরে চিনে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের এবারের সফরে দুদেশের মধ্যে নিরাপত্তা, তাইওয়ান-উত্তেজনা এবং করোনাভাইরাস নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চিনা নজরদারি বেলুন নিয়ে চিনের কাছ থেকে খোলাখুলি ব্যাখ্যা না পাওয়ায় সফর স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ব্লিঙ্কেন। 

চিন অবশ্য আগেই জানিয়েছিল, আমেরিকার উপরে কোনওরকম নজরদারি নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক কাজের জন্যই ওড়ানো হয়েছিল এই বেলুন। আমেরিকার আকাশে চিনের সন্দেহজনক বেলুনের গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সাফাই দিয়েছিল জি জিনপিংয়ের সরকার। চিনের তরফে জানানো হয়েছিল, আকাশে ওড়া ওই রহস্যজনক বস্তু বেলুন নয়, ওটা এয়ারশিপ । তাদের দাবি, আমেরিকার উপরে নজরদারির উদ্দেশ্যে নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক কাজের জন্যই এয়ারশিপটিকে আকাশে ওড়ানো হয়েছিল। তবে ভুলবশত সেটি আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)