মার্কণ্ডেয় চণ্ডী, দেবী দুর্গাকে তিন রূপে বর্ণনা করছে। অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা, ভদ্রকালী ও দশভুজা দুর্গা। তবে এই পুজোর বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেল অনেক কাল অতিক্রম করে। খৃস্টীয় পঞ্চদশ শতকের প্রথমপাদে রাজা দনুজমর্দনের তাম্রশাসনে উল্লেখ পাই অষ্টভুজা দুর্গামূর্তি এবং আরাধনার কথা। সম্রাট আকবরের আমলে যেমন এই পুজোর সংবাদ মেলে তেমনই বাংলায় স্মার্ত রঘুনন্দনের তিথিতত্ত্ব গ্রন্থের দুর্গোৎসব তত্ত্ব প্রমাণ করে, সেই সময়ে দুর্গাপুজোর প্রচলন হয়ে গেছে। আকবরের চোপদার বাংলার দেওয়ান রাজা কংসনারায়ণের এক মহাযজ্ঞ করার বাসনা হয়।
বিস্তারিত পড়ুন