প্রেমে ফিরিয়ে আনার টিপস

প্রেমে ফিরিয়ে আনার টিপস

প্রেমে ফিরিয়ে আনার টিপসপ্রেমে পড়েছেন বেশ কয়েকদিন হয়ে গেল। দিন, মাস, বছর ছাপিয়ে আপনাদের সম্পর্কটা এখন সাবালক। এখন আর আপনি সম্পর্কটা নিয়ে সেভাবে ভাবেন না। বুঝতে পারছেন আপনার সম্পর্কের বাকি সব কিছু নিয়ম মত হয়ে যাবে। আর কটা দিন/মাস পরেই আপনারা বিয়ে করে ফেলবেন। তারপর অফিসে ছুটি পেলে হনিমুন, এরপর নিয়ম মতোই আগামি প্রজন্মকে পৃথিবীর মাটিতে আনার দায়িত্ব, এইসব আর কী।
কিন্তু প্রেমের এই স্থিতিশীল অবস্থাটায় কঠিন হয়ে পড়ে হৃদয়ের সেই আলাদা আনান্দের অনুভুতিটা ফিরে পাওয়া। এই অনুভুতিটার তাড়নাতেই তো ভালবেসে ছিলেন। কোনও জিনিসকে পেয়ে যাওয়ার পর সেটাকে ধরে রাখার থেকেও তার অনুভুতিটা একই রকম রেখে দেওয়াটাই আসল। এর জন্যই থাকল আমাদের টিপস--

১) দারুণ একটা দিন কাটানোর প্ল্যান করুন--
২) মাঝে মাঝেই মনে করান সে দিনগুলোর কথা--

৩) শুধু দায়িত্ব থেকে নয় মাঝে মাঝে ফোন করুন বিনা কারণে মন থেকে, সম্পর্কের শুরু শুরুর দিনগুলোতে যেমন করতেন আর কী---


৪) প্রশংসার ধরণটা এবার একটু পাল্টান
,

৫) দেখা হলে চোখের দিকে একটু বেশি করে তাকান,

৬) এই ক দিনে আপনাদের সম্পর্কে যে বদলগুলো এসেছে সেগুলো হাসিমুখে দুজনে মিলে আলোচনা করুন

৭) প্রথম দিনের মত সবকিছু থাকবে এই আশাটা ছাড়ুন
--

৮) ওকে একটু ভাল করে দেখুন তো। আর বাবা ওইভাবে নয়। মনে করে দেখুন প্রথম যেদিন আপনার ওকে ভাল লেগেছিল, তখন একটা আলাদা চোখ দিয়ে ওকে দেখেছিলেন। সেই দৃষ্টি দিয়ে দেখুন তো। দেখবেন এই কটা মাস/বছরে আপনার বদল এসেছে, আর হ্যাঁ ওর সঙ্গে নতুন করে প্রেমে পড়ার বেশ কিছু কারণও তৈরি হয়েছে। এই কটা দিনে সেই দৃষ্টি তে তাকাননি তো তাই দেখতে পাননি

৯) আপনার পছন্দের মানুষটাকে আরও একটু সময় দিন, ইংরেজিতে যাকে বলে কোয়ালিটি টাইম খরচ করুন। ওর অনেক কথা হয়তো ন্যাকান্যাকা মনে হবে। কোনও কথা হয়ত বোকাবোকা মনে হবে। কিন্তু সম্পর্কটা আরও একটু মজবুত করতে এটা খুব জরুরি। খেয়াল করেছেন কি। এই কটা মাস আপনি আপনার সম্পর্কটায় বড্ড বেশি বক্তা হয়ে গেছেন। এবার ভাল শ্রোতা হয়ে যান... দেখবেন হঠাত্‍ করে সম্পর্কটায় নতুন একটা ভাললাগা পাবেন।





First Published: Thursday, February 07, 2013, 23:48


comments powered by Disqus