জানা-অজানা আইপিএল

জানা-অজানা আইপিএল

জানা-অজানা আইপিএলআইপিএল সিক্স এখন বিতর্ক মাখা। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে তিন ক্রিকেটাররা এখন জেল খাটছেন। এই বিতর্ক নিয়েই শুরুতে আইপিএল ক্যুইজ-

এবারের আইপিএলে শ্রীসন্থ কটা ম্যাচে খেলেছেন?
উত্তর-সাতটি। শেষ ম্যাচ খেলেছেন ৯ মে, মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। 

বুকিদের স্পটার হিসাবে কাজ করতেন রাজস্থান রয়্যালসের এক ক্রিকেটার। তাঁর নাম কী?
উত্তর- অমিত সিং


আইপিএল সিক্সে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ডট বল কোন ব্যাটসম্যান খেলেছেন?

উত্তর- তিলকরত্নে দিলশান (দিল্লি ডেয়ারডেভিলস)

এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছয় কোনও ওভারে মারা হচ্ছে?
উত্তর- ১৬ তম ওভারে



কোটলায় মাত্র পাঁচ রানের জন্য শতরানের পাননি বীরেন্দ্র সেওয়াগ। বলুন তো আইপিএলে সবচেয়ে বেশি শতরান কার আছে?

উত্তর--ক্রিস গেইল (৩টি)

টানা ছ ম্যাচ হারের পর জিতল দিল্লি, বলুন তো আইপিএলে টানা হারের রেকর্ড কোন দলের আছে?

উত্তর-- কলকাতা নাইট রাইডার্স (৯টি, ২০০৮ আইপিএলে)

আইপিএলে একমাত্র কোন ক্রিকেটার দুটো আলাদা দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন?

উত্তর- ইউসুফ পাঠান (রাজস্থান রয়্যালস ২০০৮, নাইট রাইডার্স ২০১২)

আইপিএল সিক্সে প্রথম হ্যাটট্রিক করলেন সুনীল নারিন। বলুন তো আইপিএলের  ইতিহাসে প্রথম হ্যাটট্রিক কে করেন?

উত্তর-- লক্ষ্মীপতি বালাজি (চেন্নাই, ২০০৮)

আইপিএল সিক্সের প্রথম সপ্তাহে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে শূন্য রানে আউট হন সচিন। বলুন তো এর আগে আইপিএলে কতবার শূন্য রানে আউট হয়েছেন সচিন?
উত্তর-- চারবার। আইপিএলে প্রথম বলেই আউট হয়েছেন দুবার।

আইপিএল সিক্সের উদ্বোধনী ম্যাচের প্রথম বলেই আউট হলেন উন্মুক্ত চাঁদ। জানেন কি, এর আগে মাত্র একজন ব্যাটসম্যান আইপিএলের উদ্বোধনী ম্যাচের প্রথম বলেই আউট হন। তিনি কে?

উত্তর-- মনোজ তিওয়ারি

কোন দল গ্রুপ লিগে শীর্ষে থেকেও একবারও আইপিএলের ফাইনাল খেলেনি?

উত্তর-- দিল্লি ডেয়ারডেভিলস

সচিন নামের কত জন ক্রিকেটার এবারের আইপিএলে খেলছেন? তাঁদের নাম কী?
উত্তর-- তিনজন। সচিন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ন্স), সচিন বেবি ( রাজস্থান রয়্যালস), সচিন রানা (সান রাইজার্স হায়দরাবাদ)

কেকেআর-এ জিম্বাবোয়ের এক ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কে?

উত্তর--তেতেন্দা টাইবু

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কোন দল?

উত্তর-- চেন্নাই সুপার কিংস

আইপিএলে নতুন দল সানরাইজার্সের অধিনায়ক কে?
উত্তর-- কুমারা সাঙ্গাকারা

আইপিএলে কোন দলে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছেন?

উত্তর-- মুম্বই ইন্ডিয়ন্স

আইপিএলে সবচেয়ে বেশি রান কোন ওভারে ওঠে?
উত্তর-- ১৮ তম ওভারে

কোন আইপিএল দলের ট্যাগলাইন `রাইস ইওর হ্যান্ডস`?

উত্তর-- চেন্নাই সুপার কিংস

আইপিএলে এই প্রথম জম্মু কাশ্মীরের কোন ক্রিকেটারকে খেলতে দেখা যাবে? তিনি কে?
উত্তর-- পারভেজ রাসেল (পুণে ওয়ারিয়র্স)
 
নাইট রাইডার্সে এবার একজনই মাত্র শ্রীলঙ্কান ক্রিকেটার খেলছেন। তিনি কে?
উত্তর-- সাচিত্রা সেনানায়েকে (Sachithra Senanayake)

আইপিএলে ভাজ্জি- শ্রীসন্থের চড় কাণ্ডের ম্যাচে দেশের প্রাক্তন এক উইকেটকিপার ম্যাচ রেফারি হিসাবে ছিলেন। তিনি কে?

উত্তর-- ফারুক ইঞ্জিনিয়র

আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধন কোন শহরে হয়েছিল?
উত্তর--বাগানের শহর বেঙ্গালুরুতে

আইপিএলের দ্বিতীয় সংস্করণ কোন দেশে হয়?

উত্তর-- দক্ষিণ আফ্রিকা

ধর্মশালায় হোম ম্যাচ কোন দল খেলে?
উত্তর-- কিংস ইলেভেন পঞ্জাব

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে?
উত্তর- রোহিত শর্মা






First Published: Saturday, May 18, 2013, 22:49


comments powered by Disqus